রাজধানী ছাড়ছে লাখ লাখ মানুষ
স্বজনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে লাখ লাখ মানুষ। মানুষের স্রোত এখন বাস এবং ট্রেন স্টেশনে। সময়মত ট্রেন ছেড়ে গেলেও দূরপাল্লার বাস ছাড়ছে নির্ধারিত সময়ের অনেক পর। অপেক্ষা, দুর্ভোগ সঙ্গে নিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে শুরু হয়েছে রাজধানীবাসীর ঈদযাত্রা।
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে অগ্রিম টিকিট বিক্রি না হওয়ায় খুব সকাল থেকে গন্তব্যের বাসের জন্য মানুষের লম্বা লাইন দেখা গেছে।
গাড়ি পেতে দেরি, সঙ্গে রাস্তার যানজট; তবুও বাড়ি যাওয়ার আনন্দটাই যাত্রীদের কাছে আসল। তবে টার্মিনালে গাড়ি সংখ্যা তুলনামুলক কম হওয়ায় প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করছে পরিবহন শ্রমিকরা।
টার্মিনাল এলাকায় যানজট নিয়ন্ত্রণে সার্বক্ষণিক তৎপরতা চালাচ্ছে পুলিশ।
রাজধানীর ট্রেন স্টেশন থেকে সময়মত ট্রেন ছেড়ে গেলেও ট্রেনে উঠতে যত ভোগান্তি। কমলাপুর থেকে ছাদে কম থাকলেও বিমানবন্দর স্টেশনে গিয়ে ভরে যাচ্ছে ছাদ। ট্রেনের ছাদে, দরজায়, ইঞ্জিনে যে যেভাবে পারছে বাড়ির পথে ছুটছে। আবার আজ শুক্রবার থেকে ঈদ উল ফিতরে রেলওয়ের স্পেশাল ট্রেন চলাচলও শুরু হয়েছে।
এত কষ্টের পরও গ্রামের পরিবারের সাথে ঈদ করতে যাওয়াটাই রাজধানীবাসীর সবচেয়ে বড় পাওয়া।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন