রাজনৈতিক প্রভাবসহ নানা কারণে সরাসরি ধান কেনা সম্ভব হচ্ছে না : কৃষিমন্ত্রী
কৃষক লাভ না পাওয়া সত্ত্বেও রাজনৈতিক প্রভাবসহ নানা কারণে মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে সরাসরি চাষিদের কাছ থেকে ধান কেনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে সচিবালয়ে এ কথা বলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘ধান এতই উৎপাদন হয়েছে যে এখনি সমস্যার সমাধান করা সম্ভব নয়। গভীর পর্যালোচনা করছি কি কি উপায়ে পরিস্থিতি মোকাবেলা করতে পারি এবং চাষির মুখে হাসি ফোটাতে পারি।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন