রাজশাহীর গোদাগাড়ীতে ৫ কেজি হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার


রাজশাহীর গোদাগাড়ীতে ৫কেজি হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৫ মার্চ) ভোর সাড়ে ৬টায় গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ী থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ জানায়, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমীনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার উপ পরিদর্শক আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সুলতানগঞ্জ গাঙ্গোাবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড়স্থ রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জগামী মহাসড়কের পশ্চিমপার্শ্বে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন-সহ দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলো।
অভিযান পরিচালনা করে ঘটনাস্থলে অভিযুক্ত দুই নারী আসামী আটক করে। পুলিশ তাদের শ্লালতাহানি বজায় রেখে অভিযুক্ত মোসাঃ নাজমা ও মোসাঃ তাহমিনা বেগম মিনুর দেহ তল্লাশি করে তাদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ৫ কেজি হেরোইনসহ তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ি গ্রামের আবুল কাশেমের স্ত্রী মোসাঃ নাজমা (৫৩) ও মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী মোসাঃ তাহমিনা বেগম মিনু (৫৫)।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) রুহুল আমিন বলেন,পাঁচ কেজি হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।তারা দীর্ঘদিন যাবত আইনশূখøলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে হেরোইন ব্যবসা চালিয়ে আসছিল।হেরোইন উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা দায়ের হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন