রাজার শেষকৃত্যে ব্যয় ৫৮৫ কোটি টাকা!

মৃত্যুর এক বছরের বেশি সময় পর আজ বৃহস্পতিবার সমাহিত হচ্ছেন থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবল আদুলাদেজ। এজন্য বৃহস্পতিবার রাজধানী ব্যাংককের গ্র্যান্ড প্যালেসে তার শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

এজন্য বিপুল সংখ্যাক মানুষ ব্যাংককের রাস্তায় জড়ো হয়েছেন। কিন্তু আশ্চয্যের বিষয় হলো রাজা ভূমিবলের শেষকৃত্যে যে পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হয়েছে তা চোখ কপালে উঠার মতো।

নিয়মানুযায়ী রাজার শেষকৃত্য অনুষ্ঠানের জন্য প্রায় এক বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে। আনন্দবাজার পত্রিকার খবর, সেই অনুষ্ঠানের জন্য খরচ হচ্ছে প্রায় ৫৮৫ কোটি টাকা!

৭০ বছর থাইল্যান্ড শাসন করার পর ২০১৬ সালের ১৩ অক্টোবর ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন ভূমিবল আদুলাদেজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, ১৯৪৬ সালের ৯ জুন রাজা হয়েছিলেন তিনি। বাবার মৃত্যুর পর এখন সিংহাসনে ভূমিবলের একমাত্র ছেলে ৬৩ বছরের মহা ভার্জিরালংকর্ণ।