রাণীনগরে ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কুবরাতলী বাজার সংলগ্ন মাঠে কাশিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মো: সাগর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারি মোল্লা, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, যুগ্ন সম্পাদক রেজাউল ইসলাম, নাজমুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকুনুজ্জামান মোহন, সাধারণ সম্পাদক সোহেব খন্দকার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শামীম সারওয়ার, দপ্তর সম্পাদক রাসেল আহমেদ আশিক, কাশিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-এমরান মোল্লা প্রমুখ। ২নং কাশিমপুর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে মো: রুহুল আমীনকে সভাপতি ও এমরান রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন