রাণীনগরে ২১ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে ২১ পিচ ইয়াবাসহ আবুল কালাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে । গ্রেফতার কালামকে গতকাল আদালতে প্রেরন করা হয়েছে।
থানাপুলিশ জানায়,মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার বনমালীকুড়ি এলাকায় মাদক বেচা-কেনা হচ্ছে । এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে এস,আই তরিকুল ইসলাম বনমালীকুড়ি এলাকায় অভিযান চালিয়ে আবুল কালামকে ২১ পিচ ইয়াবাসহ গ্রেফথার করে। তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে গতকাল বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। আবুল কালাম উপজেলা শরিয়া গ্রামের আশকান আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















