রানি দ্বিতীয় এলিজাবেথ কতগুলো রাজহাঁসের মালিক জানেন?
বাবা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর ১৯৫২ সালের ফেব্রুয়ারিতে ২৫ বছর বয়সে সিংহাসনে বসেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তারপর পেরিয়ে গেছে ৬৫ বছর। এখন বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে টিকে থাকা ব্রিটিশ রাজত্বের শাসনকর্তা তিনি। ৯৩ বছর বয়সী এই রানী শুধু রাজত্বই নয়, অনেকগুলো রাজহাঁসেরও মালিক। খবর- রয়টার্স’র।
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ কতগুলো রাজহাঁসের মালিক তা গণনা করা হয়েছে। এই গণনা দেশটির ৮০০ বছরের পুরনো ঐতিহ্য। তাই দেশের বনে, পাহাড়ে বা লেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাঁসের গণনার বার্ষিক আয়োজন শুরু হয়েছে। ‘সোয়ান আপিং’ নামের এই আয়োজন মূলত ওয়াইল্ডলাইফ রক্ষণাবেক্ষনের দিক-নির্দেশনা দেয়।
মোট তিনটি দল অভিযানে নেমেছে। একটি দল রানির প্রতিনিধি। অপর দুটো দল কাজ করছে প্রাচীন বাণিজ্যিক প্রতিষ্ঠান ভিন্টনার্স অ্যান্ড ডায়ার্সের হয়ে। তারা ৫ দিন ধরে দক্ষিণ ইংল্যান্ডের টেমস নদীর চষে বেড়িয়েছেন। ঘুরে বেড়ানো রাজহাঁসগুলোকে ধরে ট্যাগ লাগানো হয়েছে। আবারো তাদের যার যার জায়গায় ছেড়ে আসা হয়।
গত বছরের গণনায় দেখা গেছে, টেমস ঘিরে মোট ১৩২টি শাবক ঘুরে বেড়াচ্ছে। এরাই অগ্রবর্তীদের পরের প্রজন্ম। গায়ে রাজকীয় লোগো খচিত লাল ব্লেজার জড়িয়ে হাঁসদের খুঁজছেন একদল লোক। স্বর্ণালি সুতায় এম্ব্রোডারি কারুকাজ তাদের ব্লেজারে। তাদের একজনের নাম ডেভিড বারবার।
তিনি বলেন, আইন অনুযায়ী মুক্ত জলাশয়ে ঘুরে বেড়ানো যেকোনো রাজহাঁসের মালিক রানি। আর এদের খুঁজতে মূলত টেমস নদী চষে বেড়ানো হয়। তাদের গণনার এই পুরনো ঐতিহ্য আজকের দিনে বন্য প্রাণী সংরক্ষণ এবং শিক্ষা অর্জনের সঙ্গে জড়িত।
তাদের খুঁজে বের করার কাজটি চাক্ষুস করতে স্কুলের শিক্ষার্থীরাও আমন্ত্রিত থাকে। প্রতিটা হাঁসের পরিচয় নিশ্চিত করতে নম্বরখচিত আঙটি পরিয়ে দেয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন