রাশিয়ার হুঁশিয়ারির পর ইউক্রেনের কিয়েভে ভয়াবহ বিস্ফোরণ
ইউক্রেনের কিয়েভে শুক্রবার ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে এই অঞ্চল থেকে রাশিয়া সেনা প্রত্যাহারের পর এটা ছিল সব থেকে শক্তিশালী বিস্ফোরণ।
এর আগে রাশিয়া কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছিল। মস্কোর অভিযোগ, ইউক্রেনের সেনারা তাদের সীমান্তে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড এবং আক্রমণ করছে।
মস্কো ইউক্রেনের রাজধানী কিয়েভে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি ও মেরামত কারখানায় হামলার দাবি করেছে।
কিরিল কিরিলো নামে কিয়েভের একটি গাড়ি মেরামত প্রতিষ্ঠানের কর্মী বলেন, মহাসড়কে তিনি শিল্প ভবনে বিস্ফোরণ দেখেছেন। বিস্ফোরণের ফলে আগুন ধরে যায় যা পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা নিভিয়ে ফেলে।
কিরিল বলেন, ভবনে আগুন লাগার পর আমি আমার গাড়ির পেছনে লুকিয়েছিলাম। আঘাতপ্রাপ্ত ভবন থেকে ভাঙা গ্লাস এবং অন্যান্য ধাতুর টুকরো খসে পড়ছিল।
এদিকে ইউক্রেন দাবি করেছে, উত্তর মারিউপোল শহরের পোপাসনা এবং রুবিজনা অঞ্চলে তারা রাশিয়ার আক্রমণ প্রতিহত করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান রাশিয়া ও ইউক্রেনের দাবির বিষয়ে সত্যতা যাচাই করতে পারেনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন