রিজভী আহমেদ’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় কুড়িগ্রাম বিএনপির নিন্দা ও প্রতিবাদ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/12/Screenshot_20231204-193630_PixelLab-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এর নামে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় তার নিজ কুড়িগ্রামে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপি। সোমবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা’র স্বাক্ষরিত এক পত্রে এই বিবৃতি প্রদান করা হয়।
সোমবার (৪ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত গ্রেফতারি পরোয়ানার এই আদেশ দেন।
রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ দলটির ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন আদালত। এর মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
তবে আসামিদের মধ্যে রুহুল কবির রিজভী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই সঙ্গে আগামী ৪ জানুয়ারি এ মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাইফুল আলম নীরব ও ইসহাক সরকার।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাতে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এতে ৬ থেকে সাতজন যাত্রী অগ্নিদগ্ধ হন। পরে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নেন।
এ ঘটনায় মোহাম্মদপুর থানার উপপরিদর্শক এ মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে একই থানার উপপরিদর্শক কমল কৃষ্ণ সাহা ২০১৬ সালের ২৩ আগস্ট ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এই মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, ‘এসব ফরমায়েসি মামলার মাধ্যমে জনপ্রিয় নেতাদের ইতিমধ্যে সাজা দেয়া হয়েছে, তারই ধারাবাহিকতায় কুড়িগ্রামের কৃতিসন্তান স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্বের অধিকারী রিজভী আহমেদ এর বিরুদ্ধে এসব গায়েবী মামলায় গ্রেফতারি পরোয়ানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
কুড়িগ্রাম সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক বলেন, ‘সরকার এসব মিথ্যা মামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমন করতে চায়, তারই অংশ হিসেবে কুড়িগ্রামের কৃতিসন্তান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের নামে এই মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
কুড়িগ্রাম জেলা বিএনপির সহ-সভাপতি, সদ্য জেল থেকে মুক্তি পাওয়া নেতা মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘সরকারের এহেন গর্হিত কাজের মাধ্যমে তারা যে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করতে চায় এটাই তার প্রমাণ, রিজভী আহমেদ কুড়িগ্রামের সন্তান তিনি সৎ ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাসী। অবিলম্বে তার নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি করছি।
কুড়িগ্রতম জেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম বেবু বলেন, ‘পরিচ্ছন্ন রাজনীতিবিদ রিজভী আহমেদের নামে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা নিন্দনীয়। এমন গায়েবি মামলা চলতে থাকলে দেশে গণতান্ত্রিক আন্দোলন ধ্বংস হয়ে যাবে। আমি এই গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই।’
এছাড়া, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের বিরুদ্ধে গ্রেফতারির ঘটনায় কুড়িগ্রাম জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মৎস্যজীবি দল ও তাঁতীদল নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন