রুশ অস্ত্র ক্রয়, ভারত কি মার্কিন নিষেধাজ্ঞা থেকে রেহাই পাবে?
রাশিয়া থেকে ভারত ভারী অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে তাতে ছাড় দেয়ার ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারছে না যুক্তরাষ্ট্র। নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক সামনে রেখে বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। কাজেই কোনো দেশ রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা ও গোয়েন্দা কার্যক্রমে যুক্ত হলে তাদের মাঝারি নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।
যদিও যুক্তরাষ্ট্রের নতুন একটি আইনে জাতীয় নিরাপত্তার স্বার্থে নিষেধাজ্ঞায় ছাড় দিতে প্রেসিডেন্টকে কর্তৃত্ব দেয়া হয়েছে।
পেন্টাগনের শীর্ষ এশীয়বিষয়ক কর্মকর্তা র্যানডল শ্রিভার বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষায় আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, তার একটি ছাপ রয়েছে। ভারত যা-ই করুক না কেন, দেশটির সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ভারত ছাড় পেতে যাচ্ছে। শ্রিভার বলেন, আমি বলতে চাচ্ছি- এখানে কিছু ভুল তথ্য আছে। ভারত যদি নতুন বড় কোনো প্ল্যাটফর্ম ও ব্যবস্থার পিছু ধাবিত হয়, তাতে আমাদের ব্যাপক উদ্বেগ রয়েছে।
তবে এ ব্যাপারে কথা বলতে চাইলে ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস সাড়া দেয়নি।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস ভারতকে ছাড় দেয়ার সবচেয়ে শক্তিশালী প্রস্তাবক। শ্রীভার বলেন, ভারত ছাড় পাবে কিনা, তা আমি বলতে পারি না। এটিই একমাত্র প্রেসিডেন্টেরই সিদ্ধান্ত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন