রেজিস্ট্রি অফিসে পৌঁছা হলো না সাখোয়াতের
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/03/road-accident-দূর্ঘটনা-দুর্ঘটনা.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সড়ক দূর্ঘটনায় নওগাঁর পত্নীতলায় সাখোয়াত হোসেন (৪০) নামে একজন নিহত ও জিল্লুর রহমান নামে একজন আহত হয়েছেন।
বুধবার পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌরসভা এলাকার নজিপুর-সাপাহার সড়কের শেখ রাসেল মিনি স্টেডিয়াম (পাবলিক মাঠ সংলগ্ন) এলাকায় মটরসাইকেল ও ব্যাটারী চালিত ভ্যান রিক্সার মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সাখোয়াত হোসেন উপজেলার ইছাপুর আজমতপুর এলাকার ইয়াছিন আলীর ছেলে।
আহত জিল্লুর রহমান একই এলাকার মো. রবির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি রেজিস্ট্রির উদ্দেশ্যে সাখোয়াত মটরসাইকেল যোগে নজিপুর সাব-রেজিস্ট্রি অফিসের যাওয়ার পথে বুধবার বেলা ১১টার দিকে নজিপুর-সাপাহার সড়কের শেখ রাসেল মিনি স্টেডিয়াম (পাবলিক মাঠ সংলগ্ন) নজিপুর বাজারের সংযোগ সড়কে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি ব্যাটারী চালিত ভ্যান রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাখোয়াত সহ তার সাথে থাকা জিল্লুর রহমান গুরুতর আহত হলে তাৎক্ষনিক তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে সাখোয়াতের অবস্থা বেগতিক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে পত্নীতলায় থানার অফিসার ইনচার্জ সামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন