রোকনপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম শাহলাল হোসেন (২২)। তিনি গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
এসময় একই গ্রামের এরতাদের হোসেনের ছেলে নূহ (২৫) গুলিবিদ্ধ হয়েছেন। তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোমস্তাপুর থানা ওসি (তদন্ত) এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার মধ্যরাতে বাংলাদেশি কয়েকজন রাখাল গরু আনতে রোকনপুর সীমান্তের বাংলাদেশ পিলার নং ২১৯ অতিক্রম করে। এসময় বিএসএফ গুলি করলে ঘটনাস্থলেই শাহলাল মারা যায়। গুলিবিদ্ধ হন নূহ। সহযোগীরা নিহত ও আহতকে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে নিয়ে আসে।
পরে গোমস্তাপুর-১৬ বিজিবির রোকনপুর বিওপির সদস্যরা নিহত শাহলালের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিজিবির রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মির্জা আতাউর রহমান জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি পাঠিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন