রোনালদোকে হারিয়ে উয়েফার বর্ষসেরা মদ্রিচ

উয়েফা বর্ষসেরার পুরষ্কারে এবার রিয়াল মাদ্রিদেরই জয়জয়কার। বৃহস্পতিবার রাতে মোনাকায় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ড্রয়ে ঘোষণা করা হয় বর্ষসেরা পুরষ্কার জয়ীদের নাম। সেখানে প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রিয়ালের তারকা লুকা মদ্রিচ। এছাড়া মৌসুমের সেরা গোলরক্ষক, সেরা ডিফেন্ডার, সেরা মিডফিল্ডার ও সেরা ফরোয়ার্ডের পুরষ্কারও গেছে সান্তিয়াগো বার্নাব্যুতে।

রাশিয়ার বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরষ্কার ‘গোল্ডেন বল’ উঠেছিল ক্রোয়েট তারকা মদ্রিচের হাতে। তার দেড় মাস পর আরেক বর্ষসেরা পুরষ্কার হাতে নিলেন এই তারকা। এবার ক্লাবের সাবেক সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদো ও লিভারপুলের তারকা মোহামেদ সালাহকে পেছনে ফেলে এই পুরষ্কার জিতলেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।

বর্ষসেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন রিয়ালের কোস্টা রিয়াল তারকা কেইলর নাভাস, সেরা ডিফেন্ডার সার্জিও রামোস। এদিকে সেরা মিডফিল্ডারের পুরষ্কারও বগলদাবা করেছেন মদ্রিচ।

নিজের এই অর্জন সতীর্থ ও ক্লাবকে উৎসর্গ করে মদ্রিচ বলেছেন, ‘আমার এই অর্জন কোচ ও সতীর্থদের উৎসর্গ করছি। কারণ তারা ভালো সময়ের পাশাপাশি বাজে সময়েও পাশে ছিল। এটা তাদের জন্যেই।’

পাশাপাশি সান্তিয়াগো বার্নাব্যুতে আরো দীর্ঘদিন খেলে যাওয়ার আশাও প্রকাশ করেন তিনি, ‘রিয়াল মাদ্রিদে আমি শুধু খুশি নই… আমি খুবই খুশি। আমি বহু বছর এই ক্লাবে থাকতে চাই।’

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর বিশ্বকাপের সাফল্য—সব মিলিয়ে দারুণ এক সময় পার করছেন এই তারকা, ‘সাম্প্রতিক মাসগুলোতে সবকিছুই খুব দ্রুত ঘটে যাচ্ছে। প্রথমে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ, তারপর বিশ্বকাপ, এখন এই স্বীকৃতি… এটা নিঃসন্দেহে আমার ক্যারিয়ারের সেরা বছর। ’

সর্বোচ্চ তিনবার এই পুরষ্কার জিতেছেন রোনালদোর। এছাড়া লিওনেল মেসি জিতেছেন দুই বার। গেলবার উয়েফার বর্ষসেরা পুরষ্কার উঠেছিল রোনালদোর হাতে। কিন্তু এবার মদ্রিচের কাছে খোয়ালেন রিয়ালের সাবেক এই প্রাণভোমরা