রোহিঙ্গাদের জন্য এক লাখ টাকা অনুদান দিলেন কৃষিমন্ত্রী
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য শেরপুরের নালিতাবাড়ীতে গঠিত রোহিঙ্গা সহায়তা ফান্ডে এক লাখ টাকা দিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকা থেকে মন্ত্রীর পাঠানো টাকা স্থানীয় অগ্রণী ব্যাংক শাখায় জমা হয়েছে। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার বিকেলে তিনি ব্যক্তিগতভাবে ৫ হাজার টাকা দিয়ে সরকারি নির্দেশে স্থানীয় অগ্রণী ব্যাংকে রোহিঙ্গা সহায়তা ফান্ডের হিসাব খুলেন।
প্রথম দিনেই এলাকার সংসদ সদস্য, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এক লাখ টাকা দিয়ে ফান্ডের উদ্বোধন করেন। রোহিঙ্গাদের এই মহাসংকটে যারা পাশে দাঁড়াতে চান, তারা অগ্রণী ব্যাংকের হিসাব নং ০২০০০১০৬১৫০৭৮-এ টাকা জমা দিতে পারেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন