টেরিজা মে'র ঘোষণা
রোহিঙ্গা ইস্যু: মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে ব্রিটেন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে বলেছেন, মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলিমদের ওপর অভিযান বন্ধ না করলে দেশটির সেনাবাহিনীর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবে ব্রিটেন।
নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সাধারণ অধিবেশনের ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী এ কথা বলেন।
মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর অভিযান চালানোর পর থেকে টেরিজা মে চাপে ছিলেন।
মে বলেন, ‘বার্মায় (মিয়ানমারের আগের নাম) রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যা হচ্ছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। তাদের বিরুদ্ধে সেনা অভিযান অবশ্যই বন্ধ করতে হবে। আমরা দেখেছি বহু বিপন্ন মানুষ জীবন বাঁচাতে পালিয়ে যাচ্ছে। অং সান সু চি ও বার্মার সরকারকে স্পষ্ট করা দরকার, সেনা বাহিনীর অভিযান বন্ধ হবে।’
যুক্তরাজ্যে সরকারপ্রধান আরো বলেন, ‘ব্রিটিশ সরকার আজ ঘোষণা করছে যে, এই ইস্যুর সুরাহা না হওয়া পর্যন্ত আমরা বার্মার সেনাবাহিনীর সঙ্গে সব প্রতিরক্ষা সম্পর্ক ছিন্ন এবং প্রশিক্ষণ বন্ধ করতে যাচ্ছি।’
আন্তর্জাতিক মিত্র দেশগুলোর সঙ্গে বিষয়টি নিয়ে সমন্বয় করা হয়েছে কিনা জানতে চাইলে মে বলেন, ‘স্পষ্টভাবেই আন্তর্জাতিক অঙ্গন রোহিঙ্গা জনগোষ্ঠী ইস্যুতে এবং তাদের ওপর যা হচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন।’
টেরিজা বলেন, ‘আমি গতকাল (সোমবার) কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে কথা বলেছি। ব্রিটিশ সরকার মনে করে, আমাদের অবশ্যই উদ্বিগ্ন হওয়া দরকার।’
গত ২৫ আগস্ট রাখাইন রাজ্যে সেনা অভিযানের পর থেকে প্রাণ বাঁচাতে চার থেকে পাঁচ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এছাড়া অভিযানে সহস্রাধিক প্রাণহানি হয়েছে বলে জানা গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন