রোহিঙ্গা ফেরাতে চুক্তি সই করল মিয়ানমার
সেনাবাহিনী ও সরকারের হাতে নির্যাতিত হয়ে জীবন বাঁচাতে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হয়েছে দেশটি। এজন্য বাংলাদেশের সঙ্গে একটি চুক্তিতে সই করেছে মিয়ানমার।
বুধবার(২২ নভেম্বর) এই চুক্তিটি সই হয় মিয়ানমারের নেপিদোতে। এর আগে বাংলাদেশ-মিয়ানমার সরকারের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
ওই বৈঠকে আলোচনা হওয়ার পরেই রোহিঙ্গা ফেরত নিতে চুক্তি হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন