রোহিঙ্গা বিস্তাররোধে বাসে বাসে তল্লাশি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/09/bangladesh_police20170916173809-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রোহিঙ্গাদের কোনো বাসে পরিবহন করা যাবে না। এজন্য বাসে বাসে পুলিশ তল্লাশি করবে বলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শনিবার বিকেলে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার রোহিঙ্গাদের জন্য নির্দিষ্ট স্থানে বাসস্থান, খাওয়া, চিকিৎসার ব্যবস্থা করেছে। শুধু কক্সবাজারের নির্দিষ্ট ক্যাম্পে সীমাবদ্ধ থাকবে তারা। আত্মীয়-স্বজন অথবা পরিচিত ব্যক্তিদের বাড়িতে অবস্থান, আশ্রয় গ্রহণ করতে পারবেন না। কেউ বাসা-বাড়ি ভাড়া দিতে পারবেন না।
পুলিশের নিষেধাজ্ঞায় আরও বলা হয়, রোহিঙ্গারা নির্দিষ্ট ক্যাম্পের বাইরে অন্যান্য স্থানে ছড়িয়ে পড়তে অথবা যাতায়াত করতে পারবেন না। তারা সড়ক, রেল, নৌপথে একস্থান থেকে অন্যস্থানে যেতে পারবেন না। সব ধরনের পরিবহনের চালক, শ্রমিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে রোহিঙ্গাদের পরিবহন না করার জন্য অনুরোধ করা হচ্ছে। সেক্ষেত্রে বাসে বাসে তল্লাশি করা হবে। একই সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের কেউ আশ্রয়, বাড়ি ভাড়া দেওয়ার অথবা তাদের একস্থান থেকে অন্যস্থানে ছড়িয়ে পড়ার অথবা অবস্থানের খবর জানলে স্থানীয় প্রশাসনকে অবহিত করতে হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন