রোহিঙ্গা সংকট নিয়ে ঢাকায় বিশ্ব নেতারা
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ বৃদ্ধি এবং এ ইস্যুতে ঢাকার অবস্থানের প্রতি সংহতি প্রকাশ করতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং আরো বেশ কয়েকজন শীর্ষস্থানীয় বিশ্ব নেতা ঢাকা সফর করছেন।
জাতিসংঘ মহাসচিব তাঁর তিনদিনের ঢাকা সফরের শুরুতে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি রোহিঙ্গা সংকট নিরসন ও মোকাবিলায় মিয়ানমারের ওপর অব্যাহত চাপ এবং ঢাকাকে সহায়তার ব্যাপারে জাতিসংঘের আশ্বাস পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘তিনি (গুতেরেস) বলেছেন, জাতিসংঘ এ ইস্যুতে মিয়ানমারের ওপর অব্যাহত চাপ বজায় রাখবে এবং একই সঙ্গে এ সংকট সমাধান ও মোকাববিলায় বাংলাদেশকে সংস্থার সার্বক্ষণিক সহায়তা দেবে।’ তিনি বলেন, ‘তবে জাতিসংঘ মহাসচিব জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের উগ্রবাদের খপ্পরে পড়ার আশংকা প্রকাশ করে এমন পরিস্থিতি থেকে বাঁচাতে তাদের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।’
ইহসানুল করিম বলেন, ‘জাতিসংঘ মহাসচিব বলেছেন, মিয়ানমারকেও তাদের কাজ (রোহিঙ্গাদের ওপর দমন অভিযান) কী ফল বয়ে আনতে পারে তা বোঝাতে হবে।’
জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রধানের পাশাপাশি আন্তর্জাতিক রেডক্রসের প্রেসিডেন্ট পিটার মুরারও ঢাকা এসেছেন।
এর আগে যুক্তরাজ্যের এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মন্ত্রী মার্ক ফিল্ড ও লৈঙ্গিক সমতাবিষয়ক যুক্তরাজ্যের বিশেষ দূত জোয়ানা রোপারও রোহিঙ্গা সংকট নিয়ে ঢাকা সফরে আসেন। তাঁরা ইতিমধ্যে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন।
গত বছর ২৫ আগস্ট মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির বাংলাদেশ সীমান্তবর্তী বৌদ্ধ-প্রধান রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর দমন অভিযান শুরু করলে সাত লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে থেকেই বিভিন্ন সময় পালিয়ে আসা তিন লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল। সব মিলিয়ে বর্তমানে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশের আশ্রয়ে রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন