রোহিঙ্গা সংকট সমাধানে আগ্রহী চীন, ঢাকায় বিশেষ দূত
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সঙ্গে মধ্যস্ততা করার প্রস্তাব বাংলাদেশকে দিয়েছে চীন। ঢাকা সফররত চীনের বিশেষ দূত এ কথা বলেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।
রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়াবিষয়ক বিশেষ দূত সান গোশিয়াং বাংলাদেশে এসেছেন। বুধবার(২৫ অক্টোবর) তিনি ঢাকায় পৌঁছান। মিয়ানমার থেকে সরাসরি তিনি ঢাকায় আসেন। বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গে তার বৈঠক হয়েছে।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের দুই দিনব্যাপী বাংলাদেশ সফর শেস করার একদিন পরেই বাংলাদেশে আসলেন চীনের বিশেষ দূত। সুষমা স্বরাজের ঢাকা সফর দ্বিপাক্ষিক হলেও রাজনৈতিক অঙ্গনে তা বিশেষ গুরুত্ব দেয়া হয়। এখন চীনের বিশেষ দূতের সফরটিও রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।
প্রসঙ্গত, রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশের মনোভাব জানতে সান গোশিয়াং গত এপ্রিলেও চার দিনের সফরে ঢাকায় এসেছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন