র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে বদলি

র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে বদলি করেছে সরকার। বিসিএস ২৭ ব্যাচের এই কর্মকর্তাকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করে সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সারওয়ার প্রায় ৬ বছর ধরে একই পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এ কারণে তাকে বদলি করা হয়েছে।
এটি প্রশাসনের রুটিন কাজ বলেও জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।
সারওয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে র্যাবে যোগ দিয়ে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে আসছিলেন। এসব পরিচালনা করে তিনি আলোচনায় আসেন।
করোনাভাইরাসের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালেও অভিযান পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন।
গত বছর ক্যাসিনোর বিরুদ্ধে অভিযানেও নেতৃত্ব দিয়েছেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন