লালমনিরহাটের দইখাওয়া কলেজের শিক্ষার্থীদের কল্যাণে ট্রাস্ট গঠন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া আদর্শ কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় সহযোগিতা ও কল্যাণে এবার গঠন করা হলো ব্যতিক্রমী ট্রাস্ট। যার নামকরণ করা হয়েছে” Be Good, Be Good trust” যার বাংলা অর্থ “ভাল হও, ভাল করো”।
দইখাওয়া আদর্শ কলেজ হলরুমে আনুষ্ঠানিকভাবে ট্রাস্টের নাম ঘোষনা করেন অত্র কলেজ অধ্যক্ষ মোফাজ্জল হোসেন। এসময় বাংলা বিভাগের প্রভাষক লুৎফর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক আব্দুল কাদের ও অত্র কলেজ থেকে এবারে ঢাকা বিশ্ববিদ্যালয় চান্সপ্রাপ্ত ৬ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন, দরিদ্র শিক্ষার্থীদের বই কেনা, চিকিৎসা ও উচ্চ শিক্ষায় আর্থিক সহযোগিতা এ ট্রাস্টের মূল লক্ষ্য। কলেজের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিজ উদ্যোগে সহযোগিতায় এ ট্রাস্ট পরিচালিত হবে। ছোট পরিসরে ট্রাস্টটি গঠন করা হলেও এর গুরুত্ব অপরিসীম। কারণ একদিকে যেমন দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় আর্থিক সহযোগিতার ফান্ড গঠন হবে অপরদিকে এ কলেজের শিক্ষার্থীরা সবসময় ভাল কিছু করার মানসিকতা তৈরি করবে। যেটা জাতির জন্য কল্যাণ বয়ে আনবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন