লালমনিরহাটের পাটগ্রামে শ্রমিক ও সর্দারের মধ্যে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত-১৫

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পাওনা মজুরীর টাকা না দেওয়াকে কেন্দ্র করে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে এশিয়ান টিভির পাটগ্রাম প্রতিনিধি এম এ কামালসহ আহত হয়েছে অন্তন্ত: ১৫ জন। পরিস্থিতি স্বাভাবিক করতে গিয়ে পাটগ্রাম ইউএনওকে ও ৬ঘন্টা অবরুদ্ধ করে রাখে।

এ ঘটনায় আহতরা হলেন আসাদুজ্জামান বাবুল, জামিয়াল, নূরনবী, আলী হোসেন, হাসানুর, সুমন, বুলেট, লিটন, মনিজুল, আলিয়ার, শরিফুদ্দিন, মালেকুল ও মানিক। এসময় খবর সংগ্রহ করতে গিয়ে আহত হন এশিয়ান টিভির পাটগ্রাম প্রতিনিধি এম এ কামাল। গুরুতর আহত হয়ে নূরনবী, আলী হোসেন ও লিটনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি শান্ত করতে পুলিশের পাশাপাশি ৬১ বিজিবির ব্যাটালিয়ন সদস্যদের মোতায়েন করা হয়।

পরে সন্ধ্যায় শ্রমিক, সর্দার, লেবার হ্যান্ডেলিং ঠিকাদারের প্রতিনিধিকে নিয়ে আলোচনা করা হয়। আগামী ১৬ সেপ্টেম্বর লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। সন্ধ্যা ৭টার পর যানবাহন ও পন্যবাহী গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

সহকারী পুলিশ সুপার( বি সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।