লালমনিরহাটের পাটগ্রামে ভুয়া চিকিৎসকের ৬ মাসের জেল

লালমনিরহাটের পাটগ্রামে নিবন্ধনবিহীনভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে এক ভুয়া চিকিৎসককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে ইসলামী ব্যাংক পাটগ্রাম শাখার নিচতলায় রহমত ফার্মেসির পাশে অবস্থিত ব্যক্তিগত চেম্বারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জানা যায়, আটককৃত ভুয়া চিকিৎসক জিল্লুর রহমান জুয়েল (৩৫) নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার ঝানজাইল এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। বৈবাহিক সূত্রে তিনি প্রায় আট বছর ধরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাহেবডাঙ্গা এলাকায় বসবাস করছেন। দীর্ঘদিন ধরে বিএমডিসি নিবন্ধন ছাড়াই প্রেসক্রিপশন লিখে চিকিৎসা সেবা দেওয়ার নামে তিনি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় বলেন, “জিল্লুর রহমান জুয়েল দীর্ঘদিন ধরে কোনো বৈধ নিবন্ধন ছাড়াই চিকিৎসা দিচ্ছেন এমন অভিযোগের ভিত্তিতে তদন্ত করে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, “জনগণের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে নিবন্ধনবিহীন ও প্রতারণামূলক চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে।”