লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্ত এলাকায় বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত
লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার সীমান্তবর্তী এলাকায় বজলুর রহমান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে বিজিবির আহবানে স্থানীয় জনসাধারণের মাঝে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি, অধিনায়ক, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর সভাপতিত্বে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় ওসি হাতিবান্ধা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ আনুমানিক ১৭০-১৮০ জন স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
এ সময় তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক স্থানীয় জনসাধারণ ও যুব সমাজকে চলমান শীতে সীমান্তের নিকটবর্তী হয়ে গরু চোরাচালান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও অনুপ্রবেশ এবং মাদক চোরাচালানে জড়িত না হওয়ার ব্যাপারে প্রেষণা প্রদান করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন