লালমনিরহাটের হাতীবান্ধায় গোবরের স্তুপে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/05/মৃত্যু.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
লালমনিরহাটের হাতীবান্ধায় গোবরের স্তুপে পড়ে লিমন ইসলাম (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিমন ওই এলাকার তাইজুল ইসলামের পুত্র বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বাড়ির পাশে খেলতে থাকে লিমন। খেলতে খেলতে পাশে একটি গোবরের স্তুপে পরে যায়। কয়েকদিনের টানা বৃষ্টিতে গোবরের স্তুপে পানি জমায় সে আর উঠতে পারে না। বাড়ির লোকজন তাকে কিছুক্ষণ খোঁজাখুজির পর গোবরের স্তুপ থেকে তার লাশ উদ্ধার করে।
সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন