লালমনিরহাটের হাতীবান্ধায় জামায়াতের আমিরকে অব্যাহতি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক হাছেন আলীকে দলীয় পদ পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের।

দলীয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলা জামায়াতের আমির হাছেন আলীর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পায় কেন্দ্রীয় কমিটি। সংগঠনের নীতিমালা অনুযায়ী কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় জেলা কমিটি তাকে দলীয় পদ পদবি থেকে অব্যাহতি দিয়ে বৃহস্পতিবার পত্র জারি করে। আপাতত উপজেলা জামায়াতের আমিরের ভারপ্রাপ্ত দায়িত্ব দেয়া হয় সংগঠনটির উপজেলা সেক্রেটারী রফিকুল ইসলামকে।

লালমনিরহাট জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা করতে আমরা সবসময় কঠোর অবস্থানে থাকি। শৃঙ্খলা ভঙ্গ করলে যে-ই হোক, তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয়। একই ভাবে হাছেন আলীর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থার অংশ হিসেবে অব্যাহতি দেয়া হয়েছে।