লালমনিরহাটের হাতীবান্ধায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যৌথ উদ্যোগে নানা কর্মসূচিতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হযেছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি ও আলোচনা সভা।
শুক্রবার (১০ মার্চ) সকালে এ উপলক্ষে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পিআইও মাইদুল শাহ্, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন, ফায়ার ষ্ট্রেশন কর্মকর্তা মনির হোসেন, হাতীবান্ধা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নূরল হক, মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সম্পাদক আসাদুজ্জামান সাজু, সাংবাদিক জাহাঙ্গীর আলম রিকো প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন

















