লালমনিরহাটের হাতীবান্ধায় সরকারী বিদ্যালয়ের শিক্ষক দিয়ে বিএনপির সংবাদ সম্মেলন
লালমনিরহাটের হাতীবান্ধায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিয়ে বিএনপির সংবাদ সম্মেলনকে ঘিরে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ফকিরপাড়া তহশিলদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলামের বিরুদ্ধে রয়েছে এ অভিযোগ। সোমবার আনারুল ইসলামের বাড়িতে অনুষ্ঠিত হয় বিএনপির ওই সংবাদ সম্মেলন।
উক্ত সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক আনারুল ইসলাম ছবি ভাইরাল হওয়ায় বিভিন্ন মহলে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে।আনারুল ইসলাম ওই সম্মেলনে অংশ নেয়ার কথা অস্বীকার করলেও তার বাড়িতে বিএনপির সংবাদ সম্মেলনের কথা স্বীকার করেন। ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির পকেট কমিটি গঠন করা হয়েছে এ অভিযোগে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সোমবার (৩ এপ্রিল) ওই শিক্ষকের বাড়িতেই এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হুমায়ন কবির খন্দকার মতি বলেন, ফকিরপাড়া ইউনিয়নের ওয়ার্ড কমিটি নিয়ম মেনে করা হয়েছে। সরকারী চাকুরীজীবী, রোগাক্রান্ত ও দীর্ঘদিন দলীয় কর্মসূচির বাইরে থাকা লোকজন দিয়ে সংবাদ সম্মেলন কমিটি গঠনে প্রভাব পড়বেনা। ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির বিরুদ্ধে বড়খাতায় সাবেক বিএনপি নেতার বাড়িতে সংবাদ সম্মেলন, এটা ষড়যন্ত্রের অংশ। হাতীবান্ধা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম বলেন, ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির কমিটি দলীয় নিয়ম মেনে করা হয়েছে। কিন্তু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম নবনির্বাচিত কমিটিকে বিতর্কিত করতে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
হাতীবান্ধা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন বলেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোন শিক্ষক দলীয় কর্মসূচিতে অংশ নিতে পারবেনা। কারো বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন