লালমনিরহাটের হাতীবান্ধায় নবজাতকে রেখে সড়কে প্রাণ গেল যুবকের

লালমনিরহাটের হাতীবান্ধায় ১৮ দিনের নবজাতক শিশুকে রেখে বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে প্রাণ গেল বিশিষ্ট কাপড় ব্যবসায়ী এক সন্তানের জনক রাসেলের(২৫)।

তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া বাজারের কাপড় ব্যবসায়ী ও আব্দুল হামিদ ফকিরের ছেলে। রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে হাতীবান্ধা হতে দইখাওয়া বাইপাস সড়কের উপজেলার পূর্ব নওদাবাস গ্রামে এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীরা জানান, রাসেল লালমনিরহাটের হাতীবান্ধা থেকে মোটরসাইকেল যোগে দইখাওয়ায় যাওয়ার পথে পূর্ব নওদাবাসের বাইপাস সড়কে মর্মান্তিক দূর্ঘটনায় আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। হাতীবান্ধা হাসপাতালের কতর্বরত চিকিৎসক রাসেলের অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রংপুর হাসপাতালে নেয়ার পথে রাসেলের মৃত হয়।

প্রতক্ষদর্শীরা আরো জানান, রাসেলের বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে এ দূর্ঘটনার ঘটনাটি ঘটেছে। রাসেলের মূত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।