লালমনিরহাটে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা পেলেন সরকারি সহায়তা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নে আকস্মিক ঘূর্ণিঝড়ে কয়েকশ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে বহু পরিবার খোলা আকাশের নিচে অবস্থান করছেন। ঝড়ে টিন ও ইটের আঘাতে তিনজন আহত হয়েছেন।

রোববার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে টানা বৃষ্টির মাঝে আকস্মিক ঘূর্ণিঝড় শুরু হয়। অল্প সময় স্থায়ী হলেও এর তাণ্ডবে আধাপাকা ভবন ও টিনশেড ঘরবাড়ি ভেঙে পড়ে। এতে বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) ও শহিদুল ইসলাম (৪৬) আহত হন। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী রুবেল বলেন, “মাঝারি বৃষ্টি চলাকালীন হঠাৎ ঝড় শুরু হয়। এতে টিনশেড ঘর, আধাপাকা বিল্ডিং ও গোডাউন ভেঙে যায়। ঘূর্ণিঝড়টি অল্প সময় স্থায়ী ছিল, তবে আরও বেশি সময় থাকলে ক্ষয়ক্ষতি অনেক বেশি হতো।”

ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন জানান, মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ৫০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ জাকিয়া খাতুন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণ সহায়তা হিসেবে ৩ মেট্রিক টন চাল, ২৫টি পরিবারকে নগদ ৩ হাজার টাকা করে এবং কিছু পরিবারকে শুকনা খাবার প্রদান করেন।