লালমনিরহাটে বাড়ছে তিস্তা নদীর পানি

লালমনিরহাটের হাতীবান্ধায় গত কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির ফলে তিস্তা নদীর পানি বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট খুলে দেয়া হয়েছে।

হাতীবান্ধা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ্ জানান, অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে চর গড্ডিমারী, চর শিংগীমারী, চর সিন্দুর্না, পশ্চিম ও উত্তর হলদীবাড়ী, উত্তর ডাউয়াবাড়ি, কিসামত নোহালীর ১৩ হাজার ৮শ’ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

এসব বন্যা কবলিত অসহায় মানুষজনের মাঝে আগে থেকে ২০ মেট্রিক টন চাল বরাদ্দ ছিল। যা ৫টি ইউনিয়নের বন্যা কবলিত অসহায় মানুষজনের মাঝে বিতরণ করা হবে। এছাড়াও আরো ১শ’ ৩৮ মেট্রিক টন চাল ও শুকনো খাবার বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা- উদ- দৌলা বলেন, উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছ। তবে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি উঠানামা করছে। রাতে আবার পানি বাড়তে পারে। এ বিষয়ে তিস্তা তীরবর্তী এলাকার লোকজনকে সতর্ক থাকতে হবে।