লালমনিরহাটে সমাজকল্যাণ মন্ত্রীসহ ২৬ জনের মনোনয়ন পত্র দাখিল

লালমনিরহাট-১ (হাতীবান্ধা -পাটগ্রাম) আসনে উৎসবমুখর পরিবেশে সকল প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেছে। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

তারা হলেন আওয়ামীলীগের দলীয় প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য আতাউর রহমান, জাপার বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বসুনিয়া, ইসলামী ফ্রন্টের আলী আজাহার আজম, তৃণমূল বিএনপির আব্দুল আলিম, জাসদের ডা: হাবিব মোহাম্মদ ফারুক, জাকের পার্টির মানিকুর রহমান মানিক, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন তাজু।

লালমনিরহাট-২( হাতীবান্ধা -পাটগ্রাম) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগের প্রার্থী ও সমাজকল্যাণ মন্ত্রী নূরুজ্জামান আহমেদ, জাপার প্রকৌশলী দেলওয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম খান, হালিমা খাতুন ও মনতাজ আলী শান্ত,তৃণমূল বিএনপির প্রার্থী শিরীন তাবাসসুম রায়হান মোস্তাজির তামান্না, জাকের পার্টির রজব আলী ও বাংলাদেশ কংগ্রেসের দেলাববর হোসেন, গণতন্ত্র পার্টির সুবৃত্তি রাণী, এনপিপির শরীফুল ইসলাম ও মুসলিমলীগের বাদশা মিয়া।

লালমনিরহাট-৩ সদর আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মতিয়ার রহমান, জাপার জাহিদ হাসান লিমন, জাকের পার্টির শফিজ্জামান, স্বতন্ত্র প্রার্থী জাবেদ হোসেন বক্কর ও রবীন্দ্রনাথ বাবুল, জাসদ ইনুর আজমল হক পুতুল ও সাম্যবাদীদলের আশরাফুল আলম।
লালমনিরহাট জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।