লালমনিরহাটে সহকারী কমিশনার উর্মীর স্থায়ী বহিস্কার ও গ্রেপ্তার দাবীতে মিছিল
বীর শহীদ আবু সাঈদকে সন্ত্রা’সী বলে আখ্যা, এবং ছাত্র-জনতার গনঅভ্যুত্থান কে কটুক্তি করা লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম (উর্মি) কে স্থায়ী বহিষ্কার করে গ্রেপ্তার করার দাবিতে-বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (৭ অক্টোবর) বিকালে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাপসী তাবাসসুম উর্মি বিভিন্ন ভাবে ছাত্রজনতার আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টায় নিমজ্জিত ছিলেন। শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন। যা প্রশাসনে থেকে স্বৈরশাসক এর দালালী ছাড়া কিছুইনা। আমরা তার উপযুক্ত শাস্তি ও গ্রেপ্তার দাবী জানাচ্ছি।
বক্তারা দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় তবে এরপরে আরও কঠোর কর্মসূচী দিবে কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেও জানান তারা। এর আগে গতকাল রবিবার তাবাসসুম উর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলী করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক এস আই শাহিন, লালমনিরহাটের ছাত্র প্রতিনিধি হামিদুর রহমান, আজমাউল হক খন্দকার, নাঈম ও আহনাফ প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন