লালমনিরহাটে স্বেচ্ছাসেবকদল নেতার লাশ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/লাশ-উদ্ধার২-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
লালমনিরহাটের সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি ফেরদৌস আলমের (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার মহেন্দ্রনগর নিজপাড়া স্কুলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত নূরল হকের পুত্র।
পারিবারিক সূূত্রে জানা গেছে, রোববার বিকেলে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। একসময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। এরপর পরিবারের লোকজন লাশের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সনাক্ত করে।
লালমনিরহাট থানার ওসি ওমর ফারুক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন