লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

লালমনিরহাটের আদিতমারী উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম জানান, বুধবার (৯ নভেম্বর) ভোর চারটার দিকে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতলি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মহিষতলি গ্রামের মো. ওয়েস কুরনী (৩৫) ও তালুক দুলালী গ্রামের মো. আয়নাল হক (৩৫)।

ওসি জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের পাঠানো হয়েছে।

১৫ বিজিবির হাবিলদার মেজবা উদ্দিন জানান, বিজিবি টহলদল ওই এলাকায় গুলির শব্দ শুনে তল্লাশি করে। কিন্তু কাউকে খুঁজে পায়নি। পরে লোহাকুচি বিওপি কমান্ডার স্থানীয় সূত্রে জানতে পারেন টহলরত বিজিবির চোখ ফাঁকি দিয়ে একদল চোরাকারবারী গরু চোরাচালানের চরকিসহ অন্য এলাকা দিয়ে সীমান্ত পিলার ৯২১/৬-এস হতে ১০০ গজ ভারতের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা চরকি বসিয়ে গরু পারাপারের চেষ্টা করলে ৭৫ ব্যাটালিয়ন বিএসএফ এর কৈমারি ক্যাম্পের টহল দলের গুলিতে দুই জন বাংলাদেশি নাগরিক গুরুত্বর আহত হয়। আহত চোরাকারবারীদের সঙ্গে থাকা অন্য চোরাকারবারীরা তাদের উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। পরে সেখানে তাদের মৃত্যু হয়।

সংবাদ পেয়ে বিজিবি টহলদল নিহতদের বাড়িতে আসে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় লাশ উদ্ধার করে।

তিনি জানান, ওই ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিবাদলিপি প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।