ল্যাবএইডের ছাদে অবৈধ রেস্টুরেন্ট, জরিমানা ২ লাখ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/03/a-20240307110746.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রাজধানীর গ্রীনরোডে ল্যাবএইড হাসপাতালে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।অভিযানে ল্যাবএইডের ছাদে অবৈধ রেস্টুরেন্ট পাওয়া গেছে এবং রেস্টেুরেন্টের রান্না ঘরে রাখা গ্যাস সিলিন্ডারে লিকেজ থাকায় এই জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ অভিযান পরিচালনা করে।
তবে জরিমানা করলেও রেস্টুরেন্টটি ভাঙার বা সরিয়ে ফেলার কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
নির্বাহী ম্যাজেস্ট্রেট বলেন, যেহেতু এটা একটা হাসপাতাল রোগীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় সেহেতু মানবিক কারণে ভাঙার কোন নির্দেশ দেওয়া হয়নি। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে তারা পরবর্তী সিদ্ধান্ত নিবেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন