শচিনের সব রেকর্ড ভেঙে ফেলবে কোহলি : ওয়াকার
বিরাট কোহলির জন্মই যেন রেকর্ড ভাঙার জন্য। যেভাবে এগোচ্ছেন, তাতে স্বদেশী কিংবদন্তী ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারকে তিনি এক সময় ছাড়িয়ে যাবেন, এমনটা বলেন সবাই। একই রকম মত পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াকার ইউনিসেরও। শুধু তাই নয়, কোহলিকে শচিন এবং ব্রায়ান লারার চেয়েও এগিয়ে রাখছেন তিনি।
কোহলি একটা সময় সব রেকর্ড ভেঙে ফেলবেন, এমনটাই বিশ্বাস করেন ওয়াকার। তিনি বলেন, ‘যেভাবে সে নিজের ফিটনেস নিয়ন্ত্রণ করে এবং খেলাটাকে উপভোগ করে; নিজের সামর্থ্যের দিকে নজর দেয়, আমার মনে হয় সামনের বছরগুলোতে ব্যাটিংয়ের সব রেকর্ড সে ভেঙে ফেলবে।’
ভারতের শচিন টেন্ডুকার এবং ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারাকে রেকর্ডের বরপুত্র বলা হয়। তবে কোহলিকে এই দু’জনের চেয়েও ভালো মনে হয় ওয়াকারের। তিনি বলেন, ‘আমি শচিনের বিপক্ষে অনেক খেলেছি, আমাদের বিপক্ষেই তার অভিষেক হয়। অনেক বছর তাকে দেখেছি। তার মতো পেশাদার এবং প্রতিজ্ঞাবদ্ধ খেলোয়াড় দেখিনি। আমার বল করা সেরা ব্যাটসম্যান ছিল সে।’
আর ক্যারিবীয় কিংবদন্তী ব্রায়ান লারাকে প্রকৃতিপ্রদত্ত প্রতিভা এবং নিজের দিনে বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে অভিহিত করেন ওয়াকার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন