যশোরের শার্শায় ৪র্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণ চেষ্টার রিপোট প্রকাশ করায় সাংবাদিককে হুমকি
যশোরের শার্শায় সাংবাদিক জাহাঙ্গীর আলমকে প্রাণনাশের হুমকি দিয়েছে দু্র্বৃত্তরা।এ ঘটনায় তিনি রবিবার সকালে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার জিডি নং-৯২৫ তাং২২/১১/২০।
জাহাঙ্গীর আলম দৈনিক সরেজমিন ও প্রতিদিনের বাংলাদেশ ডট কম এ কর্মরত রয়েছেন।
তিনি বলেন,শার্শার টেংরা গ্রামে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণচেষ্টার একটি সংবাদ প্রকাশ করায় তার জীবন নাশের হুমকি দেয় অভিযুক্তরা ।শনিবার সন্ধা ৫টা ৪৭ মিনিটে ০১৭৩০-২৩৮৯০৭ ও রাত ১০টা ৪২ মিনিটে ০১৭১২-৫৮৬০৩৫ নম্বর থেকে তাঁকে ফোন করে অকথ্য ভাবে গালাগাল করে ও প্রাণনাশের হুমকি দেয়।
সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন শার্শা উপজেলার সময় টিভির সাংবাদিক আজিজুল হক। দ্রুত হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
সাংবাদিক সোহাগ হোসেন বলেন, সংবাদ প্রকাশের জের ধরে হুমকি দেয়ার ঘটনা ন্যক্কারজনক। আমরা এই হুমকি দাতাদের শাস্তি দাবি করছি। প্রকাশিত সংবাদের ভুল বা অতিরঞ্জিত কিছু থাকলে তিনি মামলা করতে পারতেন। প্রতিবাদ দিতে পারতেন। তিনি সেটা না করে যেখানে পাবে সেখানে হত্যার হুমকি দিয়েছেন। এটা বাক স্বাধীনতার পরিপন্থী।
গত ১৭ নভেম্বর মঙ্গবার রাতে শার্শা উপজেলার টেংরা গ্রামে ৪থ শ্রেণীর ছাত্রীর ধর্ষন চেষ্টার অভিযোগে শার্শা থানায় একটি মামলা হয়।যার মামলা নং৩২ তাং১৭/১১/২০। এ মামলা ইসমাইলের নামে ও অজ্ঞাত ৭/৮ জনের নামে করা হয়।পুলিশ ঐ রাতেই ইসমাইলকে আটক করলেও অজ্ঞাতরা থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে।এই সংবাদটি প্রকাশ করায় তাকে হত্যার হুমকি দেয়া হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, এ ঘটনায় জাহাঙ্গীর নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন