শাহজালালে টয়লেটে ময়লার ঝুড়িতে ৪৮টি সোনার বার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টয়লেটের ভেতরে ময়লার ঝুড়ি থেকে ৪৮টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশের টয়লেটের ময়লার ঝুড়ি থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুল্ক কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা সোনার বারগুলোর ওজন ১৫.৭৩৮ কেজি এবং এর মূল্য আনুমানিক সাত কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা।
এ ব্যাপারে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন