শাহজালালে সাড়ে ১০ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে ১৫ কেজি ওজনের ১৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে এমিরেটস এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে ওই স্বর্ণের বার উদ্ধার করা হয়। পাসপোর্ট অনুসারে যাত্রীর নাম লুৎফর রহমান মুন্সী। বাড়ী ময়মনসিংহ জেলায়। বয়স ৫৩ বছর।
ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারী করতে থাকে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আনুমানিক রাত ১১ টায় দুবাই থেকে আসা EK-584 ফ্লাইটের ওই যাত্রীর শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় ১৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ বিষয়ে একটি ফৌজদারী মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন