শাহজালালে ৫৭ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়জন যাত্রীর কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। উদ্ধার করা স্বর্ণের ওজন ১ কেজি ১৪৪ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৫৭ লাখ ২০ হাজার টাকা।
শুক্রবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. শহিদুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে মালয়েশিয়া থেকে একে ৭১ ফ্লাইটে ঢাকায় আসা ৬ যাত্রীর কাছ থেকে ওই ১০টি স্বর্ণবার উদ্ধার করা হয়, যার ওজন ১ কেজি ১৪৪ গ্রাম। যাত্রীরা গ্রীন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হওয়ার চেষ্টা করলে তাদের তল্লাশি চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
শহিদুল ইসলাম আরো জানান, গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে, একে ৭১ বিমানে করে স্বর্ণ চোরাচালান হবে। তবে যাত্রীদের বিস্তারিত তথ্য না থাকায় গোয়েন্দারা গ্রীন চ্যানেলে অবস্থান নেয়। সেখানে তল্লাশি চালিয়ে ছয় যাত্রীর কাছে বিশেষ কায়দায় জুতা ও শরীরের মধ্যে লুকায়িত অবস্থায় স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দার ডিজি আরো জানান, উদ্ধার হওয়া ১০টি স্বর্ণবারের মোট মূল্য প্রায় ৫৭ লাখ ২০ হাজার টাকা। আটক যাত্রীদের বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন