শাহবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষ, সিদ্দিকের চোখ নষ্টের শঙ্কা
রাজধানীর শাহবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কলেজছাত্র সিদ্দিকুর রহমানের (২৩) চোখ নষ্টের আশঙ্কা করছেন চিকিৎসক ও তাঁর সহপাঠীরা। সিদ্দিককে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে পাঠিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।
সিদ্দিকুর রহমান (২৩) রাজধানীর তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেন। এ সময় সাত দফা দাবিতে জাদুঘরের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী জানান, আন্দোলনের জন্য শাহবাগ থানার পুলিশ তাঁদের আধঘণ্টা সময় বেঁধে দেয়। পুলিশের বেঁধে দেওয়া সময় পার হয়ে গেলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে ও লাঠিপেটা করা হয়। এ সময় শাহবাগ এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে।
আন্দোলনের সমন্বয়ক আতিকুল ইসলাম দাবি করেন, ‘আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ লাঠিপেটা করেছে। এতে তিনজন আহত হয়েছেন। একই সঙ্গে তিনজনকে আটক করা হয়েছে।’
আহতদের মধ্যে সিদ্দিকুর রহমান ও ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র নাইমুল হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সহপাঠীরা।
সহপাঠী জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, পুলিশের রাবার বুলেট সিদ্দিকুর রহমানের চোখে বিদ্ধ হয়েছে। তাঁর চোখের অবস্থা খুবই খারাপ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, নাইমুল হাসান মোটামুটি ভালো আছেন। তবে সিদ্দিকুর রহমানের দুই চোখে আঘাত ছিল। তাঁরা তাঁকে চক্ষু বিভাগে পাঠিয়েছেন।
হাসপাতালের চক্ষু বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. ওয়াসেক বিন শহীদ বলেছেন, ‘সিদ্দিকুর রহমানের দুই চোখে বড় ধরনের আঘাত আছে। স্বাভাবিক দৃষ্টিতে দেখতে পারবে কি না আমাদের সন্দেহ আছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তাকে দ্রুত আগারগাঁওয়ে জাতীয় চক্ষু ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়েছে।’
রাবার বুলেটের ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘ছাত্রদেরই নিক্ষেপ করা ঢিল সিদ্দিকুর রহমানের চোখে লাগে। এতে তিনি আহত হন। পুলিশের রাবার বুলেটে তিনি আহত হননি।’
ওসি আরো বলেন, ‘শিক্ষার্থীরা অনুমতি ছাড়াই রাস্তাঘাট বন্ধ করে অবস্থান নেয়। আমরা তাদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করি। তারা উত্তেজিত হয়ে যানবাহন ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করি।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন