শিশুদের মাত্রারিক্ত শাসনে ক্ষুব্ধ বিরাট
পড়াশোনাতে ভালো থাকলেও ক্রিকেট প্রেমে তা বেশি দূর এগোতে পারেনি। কিন্তু বিরাত কোহলি এখন ভারতীয় ক্রিকেটের ‘ব্র্যান্ড বয়’৷ এখন কয়েকশো কোটি টাকার মালিক এখন বিরাট৷ পড়াশোনার নামে তাই শিশুদের অতিরিক্ত শাসন না-পসন্দ ভারত অধিনায়কের৷
পড়াশোনার জন্য এক শিশুর উপর মাত্রারিক্ত শাসনের ভিডিও সোশ্যাল মিডিয়া দেখার পর ক্ষেপে গেলেন বিরাট কোহলি৷ তার সঙ্গে প্রতিক্রিয়া জানান ভারতের জাতীয় দলে বিরাটের অন্যতম সদস্য শেখর ধাওয়ান৷
ইনস্ট্যাগ্রামে সেই ভিডিও তুলে বাবা-মা এবং শিক্ষকদের বার্তা দিলে বিরাট ও ধাওয়ান৷ ভারত অধিনায়ক বলেন, ‘আমাদের উচিত শিশুদের উপর থেকে রাগ ঝেড়ে ফেলা৷ শিশুদের শিক্ষার ক্ষেত্রে নিজেদের ইগো জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত৷ বকাবকি করলে শিশুরা কখনও শিখতে পারে না৷’
টিম ইন্ডিয়ার বাঁ-হাতি ওপেনার ধাওয়ান ভিডিওটি পোস্ট করে লিখেছেন,‘শিশুদের উপর ধৈর্য রাখার জন্য আমি প্রত্যেক বাবা-মাকে অনুরোধ করব৷ প্রত্যেক শিশু নিজের গতিতে শেখে৷ দয়া করে তাদের মারধোর থেকে বিরত থাকুন৷’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন