শীতকালে স্কুল-কলেজের জন্য মাউশির ৬ নির্দেশনা
করোনাভাইরাস মহামারী মোকাবেলায় শীতকালে স্কুল-কলেজের জন্য ছয়টি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার মাউশির আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানকে এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে শীত মৌসুমে মহামারী মোকাবিলায় সব শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবাইকে মাউশি গৃহীত পরিকল্পনা গ্রহণ করতে বলা হয়েছে।
এসবের মধ্যে রয়েছে স্বাস্থ্যবিধি মেনে কোভিড-১৯ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি প্রচারণা কার্যক্রম, কর্মস্থলে মাস্ক ব্যবহার করা, শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সামাজিক দূরত্ব নিশ্চিত করা।
এ ছাড়া অফিস, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অনলাইনে যোগাযোগ রক্ষা করা এবং বিশেষ প্রয়োজন ছাড়া অফিসে না গিয়ে ডাকযোগে বা অনলাইনে সেবা দিতে বলা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন