শীতার্ত মানুষের মাঝে ইয়ুথ সাতক্ষীরা’র কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/01/02222.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরা শহরের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ সাতক্ষীরা’র সদস্যরা।
শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকার হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইয়ুথ সাতক্ষীরার উপদেষ্টা আব্দুল মালেক গাজী।
এসময় উপস্থিত ছিলেন ল’ স্টুডেন্ট ফোরামের সভাপতি এসএম বিপ্লব হোসেন। সংগঠনটির প্রধান সমন্বয়ক ইব্রাহিম খলিল। সেচ্ছাসেবক মনিরা খাতুন, মো.হোসেন আলী প্রমুখ। শহরতলীর গোপীনাথপুর এলাকার রাবিয়া বেগম (৬৫) ইয়ুথ সাতক্ষীরার কম্বল পেয়ে বলেন, শীতে জীবন যায় যায় আজ রাতে ভাল ঘুম হবে। আল্লাহ ওদের ভাল করুক।
সংগঠনের উপদেষ্টা আবদুল মালেক গাজী বলেন, কনকনে ঠান্ডায় হতদরিদ্র মানুষ শীতের কম্বল পেয়ে মহাখুুশি। শীত জেঁকে বসেছে। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত। শহরের বিভিন্ন এলাকার হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন