শীর্ষে সাকিব, তৃতীয় স্থানে মিরাজ
আইসিসি ওয়ানডে অলরাউন্ডার তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তিন ধাপ এগিয়ে তৃতীয়স্থানে উঠে এসেছেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ।
ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন মিরাজ। ১টি সেঞ্চুরিতে ১৪১ রান করেন তিনি। প্রথম দুই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন মিরাজই। বল হাতে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে বড় অবদান ছিলো মিরাজের। সিরিজ সেরার পুরস্কারও পান মিরাজ।
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ২৮৪ রেটিং নিয়ে তৃতীয়স্থানে জায়গা করে নিয়েছেন মিরাজ। ৩১০ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। ৩৮৯ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দ্রুততম ডাবল-সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন ভারতের ইশান কিশান। ১৩১ বলে ২১০ রানের ইনিংস খেলেন তিনি। এই ইনিংসের সুবাদে ব্যাটারদের তালিকায় ১১৭ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে জায়গা করে নিয়েছেন কিশান।
টেস্টে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন