শুরুতেই আমলাকে ফেরালেন মিরাজ

চার পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস অ্যাটাকই সবার আগে কামনা করেছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এ কারণেই হয়তো টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে তারা। কিন্তু বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান পেস অ্যাটাক নয়, ইনিংসের শুরুটা করলেন স্পিন অ্যাটাক দিয়ে।

নিজে সবার আগে বল তুলে নিলেন। পরের ওভারে বল তুলে দিলেন স্পিনার মিরাজের হাতে। প্রথম ওভারেই সফল মিরাজ। ফিরিয়ে দিলেন বিধ্বংসী ব্যাটসম্যান হাশিম আমলাকে।

প্রথম ওভারেই অবশ্য ১০ রান দিয়েছিলেন সাকিব আল হাসান। পরের ওভারেও তিনি স্পিন অ্যাটাক রাখলেন। এই ওভারের প্রথম ৫ বলে দিলেন ৮ রান। শেষ বলে এসে বোল্ড হয়ে গেলেন আমলা। মিরাজের নিচু হয়ে আসা বলটি বুঝতেই পারলেন না। বোল্ড হয়ে গেলেন প্রোটিয়া ওপেনার। ৪ বল খেলে ৩ রান করেন হাশিম আমলা।

এ রিপোর্ট লেখার সময় দক্ষিণ আফ্রিকার রান ৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৬ রান। ২১ রান নিয়ে উইকেটে রয়েছেন কুইন্টন ডি কক এবং ১ রান নিয়ে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স।