শেখ জহুরুল হক পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ শীর্ষক প্রকল্প পরিদর্শন করেছেন সিনিয়র সচিব
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/03/1711124951000_Polish_20240322_192029530-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের মাছনা-বেগমপুর এলাকায় শেখ জহুরুল হক পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ শীর্ষক প্রকল্পের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগম।
শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় জনগণের সাথে আরডিএ প্রতিষ্ঠার লক্ষ্য, উপকারিতা এবং ভবিষ্যতে আরডিএর মাধ্যমে স্থানীয় মানুষের ভাগ্যের উন্নয়নের বিষয়ে কথা বলেন।
এসময় যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার, মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী হাসান ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ পল্লী উন্নয়ন ও সমবায় অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন