শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে- প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/11/20231108_193150-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, নাগরিক সেবায় রাস্তা-ঘাট, ব্রীজ, শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন ও বিভিন্ন প্রকল্পের কার্যক্রম দৃশ্য মান উন্নয়ন করা হয়েছে। এখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল হয়েছে।
২০৪১ সালের মধ্যে স্মার্ট, উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। কিন্তু এ উন্নয়নকে বাধাগ্রস্থ্য করতে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী ও গণতন্ত্র বিরোধী চক্র আবারও নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা আবারও আগুন সন্ত্রাস শুরু করেছে। সবাইকে সজাগ থাকতে হবে, এ অপশক্তির অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে। তাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও জননেত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দিতে আহবান জানান।
প্রতিমন্ত্রী ৮ নভেম্বর বুধবার বিকালে আড়াই কোটি টাকা ব্যয়ে মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের মুজগুন্নী-দূর্গাপুর সড়কের হরিহর নদীর নবনির্মিত ব্রীজ, প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে দূর্বাডাঙ্গা ইউনিয়নের বিপ্রকোনা দাখিল মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবন ও প্রায় ১ কোটি টাকা ব্যয়ে বিপ্রকোনা টু নারকেলবাড়িয়া সড়কের উদ্বোধনী অনুষ্ঠানের পর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও দূর্বাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুবোধ কুমার সরকার। সাবেক ছাত্রলীগ নেতা ইউপি সদস্য আব্দুল হালিম বিশ্বাস ও উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক শামিম আক্তারের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয় সম্পাদক অজিত কুমার ঘোষ, অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্য, আওয়ামী লীগ নেতা রমেশ কুমার দাস, মুক্তিযোদ্ধা হেরমত আলী, মুজিবুর রহমান সহ প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন