‘শেখ হাসিনার হাতে জাদু আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে জাদু আছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, প্রধানন্ত্রীর হাতে জাদু আছে বলেই দেশের উন্নয়ন করা সম্ভব হচ্ছে।
মাহমুদ আলী বলেন, দেশের উন্নয়নের পেছনে একটা বড় শক্তি কাজ করছে। তা হলো প্রধামন্ত্রীর অন্তরে জেগে থাকা দেশপ্রেম। আর এই দেশপ্রেম প্রধানমন্ত্রীর হাতকে জাদুর হাত বানিয়ে দিয়েছে। তবে এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি অপশক্তি পাঁয়তারা করছে। কিন্তু উন্নয়ন আটকাতে পারছে না।
তিনি বলেন, তারা তো স্বাধীনতার ইতিহাসকেও বিকৃত করেছিল। তাদের বর্ণনা মতে স্বাধীনতার আগে এবং পরে কিছু নেই। এমনি এমনি স্বাধীনতা এসেছে।
শনিবার দিনাজপুরের খানসামা উপজেলার দুহশুহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু তার জীবনের শ্রেষ্ঠ সময়টিকে ব্যয় করেছিলেন। সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন। সোনার বাংলা গড়তে মহাপরিকল্পনা করেছিলেন। আর আজ সেই পরিকল্পনা বাস্তবায়ন করছেন তার কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রী ওই বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন, খামারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন ভোটকেন্দ্র কমিটির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, খানসামা উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ্, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম, খানসামা থানার ওসি আব্দুল মতিন প্রধান, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার হরেন্দ্রনাথ বর্মন, আলোকঝাড়ি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আ স ম আতাউর রহমান বাচ্চু, ভেড়ভেড়ী ইউপির হাফিজুল ইসলাম ও খামারপাড়া ইউপি চেয়ারম্যান মো. সাজেদুল হক সাজু প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মো. আব্দুল জব্বার, সহসভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ, ভাবকী ইউপির শফিকুল ইসলাম এবং গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান মো. আইনুল হক শাহসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন